Child Picture

Child Picture

Tuesday, December 10, 2013

PIB arrange Child Journalist Training at Khulna


Source: The Daily Destiny

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে তিন দিনব্যাপী ''শিশু সাংবাদিকদের জন্য রিপোর্টিং" শীর্ষক কর্মশালা বুধবার খুলনা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শুরু হয়।
সকালে কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথি জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম বলেন, প্রতিটি শিশুর নিজস্ব প্রতিভা রয়েছে। এ প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে পারলে শিশুরাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৩য় পর্যায়ে) শীর্ষক প্রকল্পের আওতায় পিআইবি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। শিশুদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলার পাশাপাশি ভবিষ্যতে যারা লেখালেখি করতে ইচ্ছুক তাদের উদ্বুদ্ধ করা এ প্রশিক্ষণের উদ্দেশ্য। কর্মশালায় ২৫ জন শিশু অংশগ্রহণ করে।
পিআইবির পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী খান, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক ও খুলনা বিভাগীয় প্রেসক্লাবের চেয়ারপার্সন আলহাজ লিয়াকত আলী এবং পিআইবির প্রশিক্ষক এএস এম আবদুল হক। স্বাগত বক্তৃতা করেন সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান।

No comments:

Post a Comment